প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)-এর মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া সরকারি সফরের অংশ হিসেবে চাঁদপুর আসছেন শুক্রবার। দুদিনের সফরে তিনি ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় ঢাকা থেকে লঞ্চযোগে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৪টায় পত্রিকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং চাঁদপুরে অবস্থান করবেন। ১৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর থেকে প্রকাশিত পত্রিকার অফিস পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭টায় আবার লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। ডিএফপির মহাপরিচালকের চাঁদপুর ভ্রমণ সময়সূচি তাঁর দপ্তরের বিজ্ঞাপন ও নিরীক্ষণ বিভাগের পরিচালক রোকসানা আক্তার স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, ডিএফপি মহাপরিচালকের চাঁদপুরে প্রথম সফর হবে এই দুইদিন।