প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে প্রকাশিত ভোট কেন্দ্রের খসড়া তালিকার যেসব ভোট কেন্দ্র নিয়ে আপত্তি রয়েছে সেগুলো পরিদর্শন করেছেন। চাঁদপুর সদর উপজেলার ১৩৩টি কেন্দ্রের মধ্যে যেসব ভোট কেন্দ্র নিয়ে আপত্তি রয়েছে সেগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, এনএসআই’র উপ-পরিচালক শেখ আরমান আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ প্রমুখ।