প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
উপজেলা পর্যায়ে চাঁদপুর সদর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বুধবার সকালে বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে এই ক্রীড়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে এই দুটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ এবং পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনি।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত টুর্নামেন্টে বঙ্গমাতায় দক্ষিণ দাসাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধুতে কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকার জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে।
প্রথম পর্বে বঙ্গমাতা মেয়েদের ফুটবল ফাইনালে দক্ষিণ দাসাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে পূর্ব সাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে পরাজিত করে। পরের খেলায় বঙ্গবন্ধু বালক ফুটবলে বালিয়ার কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কল্যাণপুর ইউনিয়নের খেরুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এ দুটি ফাইনাল ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হয়। জয়-পরাজয় নিষ্পত্তিতে অনুষ্ঠিত হয় টাইব্রেকার। পরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক বালিকা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি খেলোয়াড়দের মাঝে তুলে দেন শিক্ষামন্ত্রী।
টুর্নামেন্টে (বঙ্গমাতা ও বঙ্গবন্ধু) ২নং বালক সপ্রাবির দীপান্বিতা, ৩নং বালক সপ্রাবির সায়মন এবং কুমুরুয়া সূর্য রায় নন্দী সপ্রাবির সোহাগ গাজী ও পূর্ব সাখুয়া সপ্রাবির ফারহানা সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত জামিল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, উপজেলা শিক্ষা অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সাইদা আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এবারের প্রতিযোগিতায় সদর উপজেলার ১৪ ইউনিয়নের চ্যাম্পিয়ন দল ও পৌর এলাকার চ্যাম্পিয়ন রানারআপ ২টিসহ মোট ১৬টি করে দল অংশ নেয়। উপজেলা পর্যায়ে যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা খেলবে জেলা পর্যায়ের প্রতিযোগিতায়। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।