সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

বাবুরহাট বাজারে আরসিসি রাস্তার উদ্বোধন
হাছান খান মিসু ॥

চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের নির্বাচনী প্রতিশ্রুতিতে আরও একটি উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত হলো। চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের শহিদ আবুল কালাম সড়কটি আরসিসির মাধ্যমে সম্পন্ন হয়। দীর্ঘ ১৬ বছর পর চাঁদপুর পৌরসভার অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজের মাধ্যমে উক্ত রাস্তার কাজ সম্পন্ন হয়।

৪৫ লক্ষ টাকা ব্যয়ে দুই ধাপে এ রাস্তাটি পাকাকরণ হয়। প্রথম ধাপে বাজারের লোকমান খানের দোকান থেকে বাইতুল গফুর জামে মসজিদ পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে বাইতুল গফুর জামে মসজিদ থেকে মডেল টাউনের মোড় পর্যন্ত মোট ১২শ’ ৪৪ ফুট রাস্তা পাকাকরণ করা হয়। মঙ্গলবার পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল এই রাস্তার উদ্বোধন করেন।

এছাড়াও এর সাথে ৬ লক্ষ টাকা ব্যয়ে ১৪৫ ফুট ড্রেনেজ ব্যবস্থার কাজ উদ্বোধন করা হয়। রাস্তার কাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন, সদর উপজেলা আওয়ামী লীগের সহঃ প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক শাহ আলম মজুমদার নান্নু, যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন শেখ, আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির দুলাল মাল, মোঃ মোজাম্মেল হক পাটোয়ারী, মোঃ ফারুক মজুমদার, বিজয় কৃষ্ণ পাল, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, ১৪নং ওয়ার্ড নাগরিক কমিটির আহ্বায়ক চন্দন দে, সদস্য সচিব মোঃ রুবেল খান, ১৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ আমিন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ মাল, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রিয়াজ উদ্দিন বেপারী রাজু, অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ লোকমান হাজরা প্রমুখ।

এ সময় ১৪নং ওয়ার্ডে স্ট্রীট লাইটের জন্যে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়ে। শীঘ্রই এ কাজটি চলমান হবে বলে জানান কাউন্সিলর।

এলাকার জনসাধারণ পৌর মেয়রের প্রতিশ্রুতি অনুযায়ী সম্পন্নকৃত কাজগুলোর জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অসমাপ্ত কাজগুলোর মধ্যে বাবুরহাট বিসিক শিল্পনগরীর সামনে থেকে থেকে বৈদ্যবাড়ি পর্যন্ত রাস্তার কাজ ও দাসদী অভয়বাবুর দিঘির পাড়ের রাস্তার উন্নয়ন দ্রুত সম্পন্ন করার জন্যে অনুরোধ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়