প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা পুলিশের আগস্ট ২০২৩-এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর সোমবার পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমণ্ডএর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতের উপস্থাপনায় সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শোনেন এবং জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।
গত আগস্ট মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে পুলিশ সুপার চাঁদপুর-এর নিকট থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে সর্বাধিক নম্বরপ্রাপ্ত চাঁদপুর জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আগস্ট মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ আবদুর রশিদ। সর্বোচ্চ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হন চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ শাহরিন হোসেন। সর্বোচ্চ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার নির্বাচিত হন হাজীগঞ্জ থানার এসআই মোঃ মিছবাহুল আলম চৌধুরী। জেলা গোয়েন্দা শাখার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন এসআই কামরুল হাসান কায়কোবাদ। শহর ও যানবাহন শাখার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন ট্রাফিক সার্জেন্ট মাহবুব আলম।
পুরস্কার প্রদান শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।