বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

রবীন্দ্র-নজরুল স্মরণে নজরুল সংগীত শিল্পী পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার ॥

রবীন্দ্র-নজরুল স্মরণে সঙ্গীত, নৃত্য ও কিছু কথার মধ্য দিয়ে গত ১০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল সংগীত শিল্পী পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মোস্তাফিজুর রহমান।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় ভৌমিক, সপ্তসুর সংগীত একাডেমির একমাত্র উপদেষ্টা রোটারিয়ান কাজী শাহাদাত, সব্যসাচী লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, সংগীত নিকেতনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ, জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি লায়ন মাহমুদ হাসান খান প্রমুখ।

নজরুল সংগীত শিল্পী পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি রূপালী চম্পকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠী চাঁদপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কণ্ঠশিল্পী কৃষ্ণা সাহা, চতুরঙ্গের মহাসচিব ও ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ, রঙধনুর সহ-সভাপতি কণ্ঠশিল্পী সাধনা সরকার অনু, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ মাহমুদা খানম, বর্তমান সভাপতি মিতু আক্তার, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুক্তা পীযূষ, চাঁদপুর ড্রামার সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়া, অনন্যা নাট্য গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারীসহ সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মীবৃন্দ ।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে রূপালী চম্পকের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন চাঁদপুরের বিশিষ্ট কণ্ঠশিল্পী ইতু চক্রবর্তী, রুমা সরকার, মানসী চক্রবর্তী, শংকর আচার্যী, রিতা পাল, মৃণাল সরকার, শাওন সাথী, অপর্ণা দাস সম্পা, তৃষা পোদ্দার তৃণা, কাজী কাবিশা, অর্পিতা সিংহ রায়, আঁখি সূত্রধর, প্রার্থনা সূত্রধর, লিটন মজুমদারসহ শিশু শিল্পীবৃন্দ। তবলায় ছিলেন সৈকত মজুমদার সিজার ও খোকন দাস। সপ্তসুর সংগীত একাডেমি ও নৃত্যাঙ্গনের শিল্পীদের পরিবেশনায় সমবেত সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়