বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

দেশ-বিদেশের ষড়যন্ত্র রুখতে পারেনি উন্নয়নের অগ্রযাত্রা
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ড. সেলিম মাহমুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম আখতার হোসেনের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। এ সময় তিনি বলেন, দেশ-বিদেশের ষড়যন্ত্র রুখতে পারেনি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে। শেখ হাসিনার বাংলাদেশে সকল উন্নয়নের কৃতিত্ব জননেত্রী শেখ হাসিনার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এতো বড় বড় মেগা প্রজেক্ট স্বপ্নের পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দেখলে মনে হয় দেশে নেই বিদেশে আছি। তাঁর যে সক্ষমতা, মেধা, দেশপ্রেম তা বিশ্ব নেতাদের কাতারে নিয়ে গেছে।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনাকে কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মূল্যায়ন করলেই হবে না তাঁর দেশপ্রেম বিশ্ববাসীর মন জয় করেছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুসম্পর্ক রয়েছে। ভারত জানে একমাত্র শেখ হাসিনাই দেশের স্বার্থ ও ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিএনপি-জামাত গোষ্ঠী সম্প্রতি আওয়ামী লীগকে নিয়ে প্রোপ্রাগান্ডা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শেখ হাসিনা হারলে বাংলাদেশ হেরে যাবে। স্বাধীনতার সপক্ষের দল হেরে যাবে। থেমে যাবে বাংলাদেশের উন্নয়ন। শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইযুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আহাদ, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জয়, বিতারা ইউপি চেয়ারম্যান ইসহাক শিকদার, আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, ঢাকা উইমেন্স কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান, আওয়ামী লীগ নেতা আহসান হাবীব প্রাঞ্জল, যুবলীগ নেতা ডাঃ মাসুদ, আহসান হাবীব জুয়েল, সাইফুল ইসলাম তালুকদার, ডাঃ গিয়াস উদ্দিন, সালাউদ্দিন ভূঁইয়া, ছাত্রলীগ নেতা শাকিব প্রধানসহ ৬নং উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়