প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপসহ গরু চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। ৮ সেপ্টেস্বর শুক্রবার রাতে চাঁদপুর সদর উপজেলার শিলন্দিয়া এলাকা থেকে তাদেরকে আটক করার পর গতকাল শনিবার সকালে আদালতে প্রেরণ করে পুলিশ।
আটকৃকৃতরা হলো : জয়পুরহাট জেলার সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের মোঃ আজিজ সর্দারের ছেলে আল আমিন (২৬), বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার হেরঞ্জ উত্তর পাড়ার তোজাম মন্ডলের ছেলে নাদিম মন্ডল (৩০), চাঁদপুর সদর উপজেলার টাহরখিল গ্রামের জমাদার বাড়ির বিল্লাল হোসেনের ছেলে মোঃ জিলানি (৩০), ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া পূর্ব ইউনিয়নের এখলাছপুর গ্রামের তাজুল ইসলাম ওরফে আফজাল হোসেনের ছেলে মেহেদী হাসান ওরফে প্রিন্স (২৭) ও একই গ্রামের বেপারী বাড়ির কামাল হোসেনের ছেলে মোঃ রাছেল (২০)।
জানা যায়, সাম্প্রতিক সময়ে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গরুর খামার থেকে গরু চুরির ঘটনা ঘটে। গত ৬ সেপ্টেম্বর বুধবার রাতে ফরিদগঞ্জ পৌরসভাধীন চরহোগলা গ্রামের একটি গরুর খামার থেকে ৪টি গরু চুরি হয়। এ ঘটনায় খামারের মালিক আলমগীর হোসেন কাজী বাদী হয়ে একটি চুরির মামলা দায়ের করেন। পরে গরু চোর চক্রের সদস্যদের আটকের জন্যে ফরিদগঞ্জ থানা পুলিশ তৎপর হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ফরিদগঞ্জ থানার এসআই মোঃ আনোয়ার হোসেন, মোঃ জামাল হোসেন, মোঃ সুমন মিয়া ও এএসআই নাইম হোসেনসহ সঙ্গীয় ফোর্স চাঁদপুর সদর উপজেলার শিলন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ উপরোক্ত ৫জনকে আটক করতে সক্ষম হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ মণ্ডল জানান, গরু চুরির ঘটনায় একটি নিয়মিত মামলার পর অভিযান চালিয়ে পিকআপ ভ্যানসহ গরু চোর চক্রের ৫ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।