প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান সিআইপির ৭ বছরের একমাত্র মেয়ের গত ২৮ আগস্ট রাতে কনুইয়ের জয়েন্ট থেকে হাড় খুলে যায়। বাংলাদেশের চিকিৎসকের পরামর্শে সিঙ্গাপুরে মাউন্ট আলবেরিয়ে হাসপাতালে সার্জারির মাধ্যমে দুটা ওয়্যার দিয়ে হাড় জোড়া লাগিয়ে প্লাস্টার করা হয়ছে। এম ইসফাক আহসান সিআইপির মেয়ের সুস্থতা কামনায় নিজ এলাকা মতলব উত্তর উপজেলার বিভিন্ন মসজিদে শুক্রবার ৯ সেপ্টেম্বর মিলাদ ও দোয়ার আয়োজন করেন। জুম্মাবাদ লতরদী মিনার মসজিদ, নাউরি মিনার মসজিদ, বদরপুর শাহ সোলেমান লেংটা মাজার মসজিদসহ আরো কয়েকটি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকার মুসল্লি, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।