প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারাদেশের ন্যায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে।
৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ১১শ’ পরিবারকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র লায়ন আলহাজ্ব মোঃ আরিফ উল্লাহ সরকার।
এ সময় মেয়র বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকতে কোনও মানুষ কষ্টে থাকবে না। ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের এক কোটি মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। ক্রেতাদের মাঝে বেশি করে জিনিসপত্র কিনে রাখার প্রবণতা আছে। এতে বাজারে হঠাৎ চাপ বাড়ে। স্বাভাবিকতা থাকলে দাম বাড়ার কোনও কারণ নেই।
উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুল মান্নান বেপারী, আমান উল্লাহ সরকার, শাহজাহান মোল্যা, মোঃ সবুজ সরকার, মোঃ শাহজালাল মুফতি, আনোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আকলিমা বেগম, সালমা পাটোয়ারী, নুরুন নাহার বেগমসহ কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ।