বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে সড়কে আহত শিক্ষার্থীর হাসপাতালে মৃত্যু
কামরুজ্জামান টুটুল ॥

সড়কে আহত শিক্ষার্থী মোঃ রাশেদুর রহমানের (১৯) হাসপাতালে মৃত্যু হয়েছে। মারাত্মক আহত ও অজ্ঞাত হিসেবে হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও মূলত উন্নত চিকিৎসার অভাবে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের এই শিক্ষার্থীর মৃত্যু ঘটে। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে মারা যান তিনি। এর আগে বুধবার বিকেলে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনার শিকার হলে ৫ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে রাশেদ একজন। এ ঘটনায় অপর যাত্রীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, রাশেদুর রহমান হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ফরিদগঞ্জ উপজেলার পূর্ব শ্রীকালিয়া গ্রামের সফিক মৌলভী বাড়ির খোরশেদ আলমের ছেলে। বুধবার বিকেলে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রাশেদসহ চারজন গুরুতর আহত হন। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অপর আহতরা হলেন : সিএনজি অটোরিকশা চালক ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি গ্রামের চৌকিদার বাড়ির মিনহাজুর রহমান (২৬), যাত্রী একই গ্রামের কর্মকার বাড়ির দুলাল কর্মকারের ছেলে বিজয় কর্মকার (২০) ও মতলব দক্ষিণ উপজেলার শীলমন্ডি গ্রামের বড়বাড়ির আইয়্যুব আলীর ছেলে শহীদুল ইসলাম (২৭)। আহতরা সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা চাঁদপুর কণ্ঠকে জানান, বুধবার বিকেলে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা অয়েলপাম্প সংলগ্ন এলাকায় হাজীগঞ্জমুখী পিকআপ ও রামগঞ্জমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজির চালক ও যাত্রীসহ চারজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা গুরুতর আহত মিনহাজুর রহমান, বিজয় কর্মকার ও শহীদুল ইসলামকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু অজ্ঞাত হওয়ায় গুরুতর আহত রাশেদুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়না তদন্ত ছাড়া রাশেদুর রহমানের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপর এক প্রশ্নে তিনি বলেন, দুর্ঘটনা কবলিত সিএনজি ও পিকআপ জব্দ আছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়