প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুরে শ্রীকৃষ্ণের ৫২৪৯তম আবির্ভাব উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসার সভাপ্রধানে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মাসুদুল আলম মাসুদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুরের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার এবং সাধারণ সম্পাদক কার্তিক সরকার। এছাড়া বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী প্রমুখ। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন চাঁদপুর। সভায় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।