প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী চাঁদপুরের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে পাঠানো এক ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী এ শুভেচ্ছা জানান।
ডাঃ দীপু মনি এমপি বলেন, শুভ জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুর জেলার সনাতন ধর্মাবম্বলী ভাই-বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। সবার জন্যে অনেক অনেক শুভ কামনা রইলো। প্রতি বছর আমি জন্মাষ্টমীর অনুষ্ঠানে উপস্থিত হই। এবার দেশের বাইরে সরকারি কাজের জন্যে যাওয়ায় উপস্থিত হতে এবং উৎসবে অংশগ্রহণ করতে পারলাম না।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার রাষ্ট্রটি সবার। সেই অসাম্প্রদায়িকতার উদারতাণ্ডমানবিকতার বাণী নিয়ে সবাই মিলে একসঙ্গে আমাদের বাংলাদেশকে গড়ে তুলবো সোনার বাংলা স্মার্ট বাংলাদেশ হিসেবে। সবাইকে শুভ জন্মাষ্টমীর প্রাণঢালা শুভেচ্ছা।