প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতী সন্তান সুজিত রায় নন্দী আজ চাঁদপুর আসছেন। তিনি আজ (৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নৌপথে রওনা হয়ে দুপুর সাড়ে ৩টায় চাঁদপুরে পৌঁছবেন। এরপর সন্ধ্যা ৬টায় পুরাণবাজার হরিসভা মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। এছাড়া তিনি রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরদিন সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।