প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে চাঁদপুর জেলা ও উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের অবকাঠামো বিভাগের সম্মানিত সদস্য (সিনিয়র সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুর জেলার সম্পাদক অজয় ভৌমিক এবং জেলা ও উপজেলা পর্যায়ে স্কাউটসের সম্মানিত প্রতিনিধিগণ।
সভা শেষে চাঁদপুরের স্থানীয় শিল্পীদের সৌজন্যে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।