প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
রূপালী ইলিশের খুচরা ও পাইকারী বাজারের বড় মোকাম চাঁদপুর বড়স্টেশন মাছঘাট। বিভিন্ন সাইজের ইলিশের সমারোহ চলছে এখানকার ছোট বড় সব আড়তে। এ বছর ১৫০ গ্রাম ওজন থেকে শুরু করে দুই থেকে আড়াই কেজি ওজনের ইলিশ দেখা যাচ্ছে আড়তে। কিন্তু ক্রেতাদের অভিযোগ, সরবরাহ ব্যাপক হলেও তবু নাগালের বাইরে ইলিশের দাম।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, ইলিশের ভরপুর আমদানি ও সরবরাহের মধ্যেও এই ঘাটে ৫০০ টাকা থেকে শুরু করে ১৫০০-২০০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে। ইলিশের এই দাম স্বাভাবিক নিয়মেই মাছের সাইজের ওপর নির্ভর করে। কেজিতে ৪টা-৫টা উঠে এমন সাইজের ইলিশের কেজি পাইকারি ৪৫০ থেকে ৪৭৫ ও ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতো দাম দিয়ে ইলিশ সবাই কিনে খেতে পারে না। মৌসুমের শেষ দিকে ইলিশের আমদানি বাড়লেও দাম না কমায় হতাশ সাধারণ মানুষ।
সোমবারও চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের বাবুল হাজীর আড়তে প্রচুর ইলিশের আমদানি হয়েছে। নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চলের চর আলেকজান্ডার, মতিরঘাট, চেয়ারম্যান ঘাট থেকে সড়ক পথে পিক আপ বোঝাই হয়ে এসব ইলিশ তার আড়তে এসেছে বলে জানা যায়। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।