প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০০:০০
গবেষণা কাজেও চাঁদপুর পৌরসভা
চাঁদপুর পৌরসভা শুধু নাগরিক সেবা দিয়েই দায়িত্ব শেষ করেনি, গবেষণা কাজেও হাত দিয়েছে। চাঁদপুরের পুরানো ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে এ গবেষণা কাজ করছে চাঁদপুর পৌরসভা। ইতোমধ্যে গবেষণালব্ধ তিনটি বই প্রকাশিত হয়েছে। চাঁদপুর পৌরসভার ইতিহাসে এই প্রথম পৌরসভার অর্থায়ন ও প্রকাশনায় ইতিহাসসৃমদ্ধ কোনো বই প্রকাশিত হলো।
|আরো খবর
চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের উদ্যোগে এই গবেষণা কাজ এবং বই প্রকাশনা কাজ শুরু হয়েছে। বই তিনটি হলো : ‘কাজী নজরুল ইসলাম ও চাঁদপুর’, ‘মহাত্মা গান্ধী ও চাঁদপুর’ এবং ‘রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা’। বই তিনটির লেখক ও সম্পাদক হচ্ছেন তরুণ লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান। বই তিনটিতে মুখবন্ধ লিখেছেন বরেণ্য সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী, সঙ্গীতজ্ঞ সন্জিদা খাতুন ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। এছাড়া চাঁদপুরবাসী দীর্ঘকাল যাবৎ যে ভুল ইতিহাস জেনে আসতো যে ১৮৯৬ সালে চাঁদপুর পৌরসভা প্রতিষ্ঠালাভ করে। কিন্তু তার সঠিক ইতিহাস হলো ১৮৯৭ সালে চাঁদপুর পৌরসভার প্রতিষ্ঠাকাল। যে সত্যটি ‘দ্য ক্যালকাটা গেজেট’ থেকে বের হয়ে আসে। আর এ গেজেটটি বের করে আনা পৌরসভার গবেষণা কাজেরই একটি অংশ। এ কাজটিও মেয়র জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে গবেষক ফরিদ হাসান করেছেন।