প্রকাশ : ০৬ জুলাই ২০২২, ২১:০৪
ব্লাড ব্যাংকের উদ্যোগ নিয়েছেন চাঁদপুর পৌর মেয়র
স্টাফ রিপোর্টার
প্রাচীন চাঁদপুর শহর এলাকায় বেসরকারিভাবে কোনো ব্লাড ব্যাংক নেই। প্রয়োজনের সময় অসুস্থ মানুষের রক্তের জন্য হাহাকার করতে হতো। এমন পরিস্থিতিতে চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল পৌরসভার অর্থ্যায়নে ব্লাড ব্যাংক করার উদ্যোগ নিয়েছেন। এবারের বাজেটে চাঁদপুর পৌরসভার ব্লাড ব্যাংকের বিষয়টি থাকছে বলে মেয়র জানিয়েছেন।
মঙ্গবার রাতে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের নতুন রোটাবর্ষের ফাস্ট মিটিং অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মেয়র বলেন, আমাদের পৌর এলাকায় অসুস্থ মানুষের রক্তের প্রয়োজন হলে বিপাকে পড়তে হতো। মানুষ যাতে ভরসা পায় মানবিক দিক বিবেচনা করে ব্লাড ব্যাংক করার বিশেষ কার্যক্রম হাতে নেয়া হয়েছ।