প্রকাশ : ০৫ জুন ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য বিশিষ্ট আইনজীবী অ্যাডঃ মোখলেছুর রহমানের স্মরণে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন রোববার সকাল ১১ টায় জেলা জজ আদালতে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হকের উপস্থিতিতে ফুলকোর্ট রেভারেন্স পালন করা হয়। এ সময় জেলা জজশীপ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকসহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
ফুলকোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অ্যাডঃ মোখলেছুর রহমানের স্মরণে শোক সভার আয়োজন করা হয় সমিতির পক্ষ থেকে। সভায় সভাপতিত্ব করেন সমিতির বর্তমান সভাপতি অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল।
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল হাসান রিপনের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ ফজলুল হক সরকার, আলহাজ্ব অ্যাডঃ ইকবাল বিন বাশার, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ আহছান হাবীব, অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, অ্যাডঃ আমানুল্লাহ (১), অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ শেখ আবুল খায়ের মোহাম্মদ সালেহ, অ্যাডঃ দুলাল মিয়া পাটওয়ারী, আলহাজ্ব অ্যাডঃ মিজানুর রহমান, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ তোফায়েল হোসেন জোসেফ, অ্যাডঃ জয়নাল আবেদীন, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ প্রমুখ। শোক সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন অ্যাডঃ জাকির হোসাইন। অনুষ্ঠান শেষে বাদ জোহর জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলার মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অ্যাডঃ মোখলেছুর রহমান হাইমচর উপজেলার উত্তর চরভৈরবী এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম আব্দুল মজিদ। তিনি হাইমচর মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও হাইমচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি ১৯৭৯ সালে ঢাকা সেন্ট্রাল ল কলেজ হতে এলএলবি পাস করেন এবং বাংলাদেশ বার কাউন্সিল হতে ১৯৮৪ সালের ৫ মার্চ এনরোলমেন্ট হন এবং ৭ মার্চ চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি আইনজীবী সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করুন। তিনি ১ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মারা যান (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়-স্বজন, নাতি-নাতনি ও শুভাকাক্সক্ষী রেখে যান।