প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ০০:০০
![হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু](/assets/news_photos/2023/04/12/image-31812.jpg)
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁওয়ে পানিতে ডুবে লামিয়া নামের ৪ বছরের শিশু কন্যার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে হাজী বাড়ীর পূর্ব পাশের পুকুরে পড়ে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। শিশু লামিয়া হাজী বাড়ির কাশেম হাজীর কন্যা।
জানা গেছে, পরিবার ও বাড়ির লোকজনের অগোচরে লামিয়া বাড়ির পূর্ব পাশের পুকুরে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে বাড়ির পূর্ব পাশে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পানি থেকে উদ্ধার করে তাৎক্ষণিক হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করেন।