বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০০:০০

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

নিষিদ্ধ সময়ে জেলেরা নদীতে মাছ ধরতে বেপরোয়া হয়ে উঠেছে। তাদেরকে কোনো অভিযানেই থামানো যাচ্ছে না। দুর্বৃত্ত জেলেরা অভিযানকারী দলের উপরও হামলা করছে। হাইমচরে এমন হামলার ঘটনা ঘটেছে।

হাইমচরে দুর্বৃত্ত জেলেরা অভিযানকারী দলের উপর হামলা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলার নেতৃত্বে পরিচালিত অভিযানকারী দলের উপর হামলা চালানো হয়। হামলায় কোস্টগার্ড সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।

উপজেলা টাস্কফোর্স সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সমন্বয়ে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। রাত আনুমানিক ১০টার দিকে তেলিরমোড় এলাকা থেকে নদীতে মাছ ধরা অবস্থায় ২২ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে মৎস্য আইনে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।

এরপর অভিযানকারী দল ঈশানবালার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাহেবগঞ্জ এলাকায় দুর্বৃত্ত জেলেরা সংঘবদ্ধভাবে অভিযানকারী দলের উপর অতর্কিত হামলা চালায়। তারা প্রশাসনের স্পিডবোট লক্ষ্য করে ধারালো দা, লাঠি, পাথর, ইট নিক্ষেপ করতে থাকে। তাদের দায়ের আঘাতে প্রশাসনের স্পিডবোট চালক আনোয়ার মাঝি ও একজন কোস্টগার্ড সদস্য ইটের আঘাতে গুরুতর আহত হন। এছাড়া ইটের আঘাতে আরো কয়েকজন কমবেশি আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়