বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩, ০০:০০

লাইট ফর হিউম্যানিটির ইফতার সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ
অনলাইন ডেস্ক

লাইট ফর হিউম্যানিটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার সামগ্রী, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার ৯ এপ্রিল মধ্যাহ্নে চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাইট ফর হিউম্যানিটির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

তিনি বলেন, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষিত ও দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যেও আমরা কাজ করছি। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য সুবিধাবঞ্চিত শিশুদের আধুনিক সকল সুযোগ-সুবিধা দিতে হবে। তাদের প্রতিভা বিকাশের জন্য আরও বেশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এ সকল শিশু যেন আরও বেশি সুযোগ-সুবিধা পায় সেজন্যে আমরা সব সময় চেষ্টা চালিয়ে যাব।

লাইট ফর হিউম্যানিটির প্রধান উপদেষ্টা মাহমুদ হাসান খানের সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক সামিয়া তাসনিম ইভার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত এবং উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক শাহ আলম মল্লিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী তামান্না রহমান, রাবেয়া রুবা, সাদ্দাম হোসেন, রিফাত হোসেন, আমাতুল্লা সুমাইয়া, আফরিন, সানিম, সিয়াম, রিয়াদ, ইসরাত বিনতে শাহজাহান, ইয়াসমিন সুলতানা, আবরার বর্ষা, অসীমা দাসসহ আরো অনেকে।

উল্লেখ্য, ‘এসো আলোকিত মানুষ হই' এ স্লোগানকে ধারণ করে এক ঝাঁক স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়