বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩, ০০:০০

চাঁদপুরস্থ হাজীগঞ্জ-শাহরাস্তি আইনজীবী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরস্থ হাজীগঞ্জ-শাহরাস্তি আইনজীবী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল রোববার চাঁদপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ইফতারের আয়োজন করা হয় সমিতির পক্ষ থেকে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আহছান হাবীব চৌধুরী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপন।

সমিতির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ মোহাম্মদ শাহাদাত হোসেনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাডঃ নুরুল আমিন দেওয়ান, সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ শহিদুল হক খান, অ্যাডঃ মুরাদ হোসেন চৌধুরী, অ্যাডঃ আমিন আহমেদ, অ্যাডঃ গাজী দুলাল, অ্যাডঃ শাহ আলম (৩), অ্যাডঃ গোলাম কায়সার শামীম, কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এমএ হালিম পাটোয়ারী, চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন বাহার, সাধারণ সম্পাদক আবদুল লতিফ গাজীসহ চাঁদপুরস্থ হাজীগঞ্জ-শাহরাস্তি আইনজীবী কল্যাণ সমিতির সদস্যসহ আইনজীবীগণ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডঃ কাজী আবদুল গফুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়