প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ০০:০০
![কচুয়ায় এপেক্স ক্লাবের আলোচনা সভা, দোয়া ও ইফতার](/assets/news_photos/2023/04/09/image-31693.jpg)
কচুয়ায় এপেক্স ক্লাবের আয়োজনে বোর্ড মিটিং, ডিনার মিটিং, আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কচুয়া ক্যামব্রিয়ান স্কুল মিলনায়তনে এপেক্স ক্লাব কচুয়া শাখার সভাপতি এপেঃ অ্যাডঃ জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এপেঃ ডাঃ কামাল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আইপিডিজি এপেঃ অ্যাডঃ জাকির হোসেন তালুকদার ফয়সাল, এপেক্স ক্লাব চাঁদপুরের সভাপতি এপেঃ হাফেজ ওমর ফারুক, ট্রেজারার এপেঃ দলিলুর রহমান ও কচুয়া শাখার সহ-সভাপতি এপেঃ আমির হোসেন।
উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী সমাজসেবক মোঃ আলমগীর হোসেন, এপেঃ আবুল কাশেম, সৈয়দ আহমেদ, গোলামুর রহমান, ডাঃ জাকির হোসেন, আজিজুর রহমান, জাহাঙ্গীর ভেন্ডার, সোনালী লইফ ইন্সুরেন্স লিঃ কচুয়া শাখার ইনচার্জ মাওলানা আবদুল হান্নান প্রমুখ।
সভায় কচুয়ার একজন প্রতিবন্ধীকে এপেক্স ক্লাবের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। আলোচনা শেষে দোয় ও ইফতার অনুষ্ঠিত হয়।