প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ০০:০০
![চাঁদপুরের ৩ জনসহ ১৭৯ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা](/assets/news_photos/2023/04/08/image-31650.jpg)
কুমিল্লা বিভাগীয় যুবদলের প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিলের ঘটনায় চাঁদপুরের ৩ জনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৭৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। যুবদলের কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি বক্তব্য দেয়াকে কেন্দ্র করে মঙ্গলবার পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের বাগ্বিত-ার ঘটনায় ওই মামলা করে পুলিশ। এই মামলায় চাঁদপুর যুবদলের ৩ নেতাসহ ২২ জনকে ওইদিন মিটিং থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সরকারি কাজে বাধা ও হত্যার উদ্দেশ্যে পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেছেন।
কুমিল্লায় চাঁদপুরের গ্রেফতার যুবদল নেতাদের মধ্যে চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আলাউদ্দিন ও ফরিদগঞ্জ উপজেলার যুবদল নেতা মাসুদ আলম রয়েছে। তাদেরকে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়।
এ সপ্তাহে তাদের জামিন হবে বলে আশা করছেন চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক। মামলার এজাহারে ২৯ আসামির নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে।
দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল চারটায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে যুবদলের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শুরু হয়। এই সম্মেলনে চাঁদপুর জেলা থেকে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যোগদান করেন। বিভাগীয় সহ-সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ বক্তা ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের পর লন্ডন থেকে ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পুলিশ সমাবেশস্থলে গিয়ে জানায়, তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তিনি এভাবে বক্তব্য দিতে পারেন না। এ নিয়ে টাউন হল মঞ্চে পুলিশ ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বাগ্বিত-া হয়। এরই মধ্যে তারেক রহমান প্রায় ১০ মিনিটের মতো বক্তব্য দেন। এক পর্যায়ে পুলিশ সেটি বন্ধ করে দেয়। এ সময় পুলিশের সঙ্গে যুবদলের নেতা-কর্মীদের হাতাহাতি হয়। পরে পুলিশ টাউন হল এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের ২২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মধ্যে কুমিল্লা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের নেতা-কর্মীরাও আছেন।