প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জ পৌর মেয়রের পারিবারিক ইফতার মাহফিল](/assets/news_photos/2023/04/08/image-31649.jpg)
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর ব্যক্তিগত আয়োজনে পারিবারিকভাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মেয়রের বাসভবন ভাটিরগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সদস্য ও আশপাশের প্রতিবেশীরা অংশগ্রহণ করেন। পৌর মেয়র বলেন, বৈশি^ক পরিস্থিতির কারণে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী ব্যাপকভাবে ইফতার আয়োজন করি নি। শুধুমাত্র পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জন্য এই আয়োজন করা হয়।