প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ০০:০০
![র্যাবের হাতে একই পরিবারের ৩ মাদক ব্যবসায়ী আটক](/assets/news_photos/2023/04/08/image-31643.jpg)
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি আভিযানিক দল গত ৬ এপ্রিল বিকেলে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন উজিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩শ’ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো : কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার উজিরপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ সিদ্দিকুর রহমান (৬২), সিদ্দিকুর রহমানের স্ত্রী আছমা বেগম (৪২) এবং ছেলে মোঃ হোসেন (১৯)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
জানা যায়, তাদের পুরো পরিবারই মাদক ক্রয়-বিক্রয়, সরাবরাহের সাথে সরাসরিভাবে জড়িত। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।