বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ০০:০০

মতলব উত্তরে ভিক্ষুকের জন্য ২ টাকায় ২০ কেজি চাল
মাহবুব আলম লাভলু ॥

ভিক্ষুকের জন্যে ২ টাকায় ২০ কেজি চাল প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মেরিট ফাউন্ডেশন। শুক্রবার (৭ এপ্রিল) বেলা ১২টায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সামনে ফাউন্ডেশনের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকার ২০জন ভিক্ষুককে ২ টাকার বিনিময়ে ২০ কেজি করে চাল প্রদান করেন।

বিভিন্ন সময় নানা ধরনের স্বেচ্ছাসেবী কাজ করে আলোচনায় আসা সংগঠন মেরিট ফাউন্ডেশন রমজান মাস উপলক্ষে এই উদ্যোগ নেয়। উদ্যোগটির বর্ণনা দিয়ে মেরিট ফাউন্ডেশনের প্রকৌশলী রুহুল আমিন বলেন, রমজান উপলক্ষে ভিক্ষুকদের জন্য এ কার্যক্রম চালু করেছি। ভিক্ষুকদের স্বাবলম্বী করার জন্য এ ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে। রমজানে যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি, সে হিসেবে ভিক্ষুকদের সহায়তা করার জন্য এই উদ্যোগ নেয়া হয় বলে জানান রুহুল আমিন।

এ সময় মোঃ শাহ আলম বেপারী, শাহাদাত হোসেন, বারোআনি উত্তরপাড়া জামে মসজিদের ইমাম এমএম ইসমাঈল হোসেন, মানিক, জাহাঙ্গীর ও মেরিট ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়