বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ০০:০০

রমজানের অর্ধেকেও পণ্যের দাম তেমন কমেনি
মিজানুর রহমান ॥

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হস্তক্ষেপে উৎপাদনকারী চার প্রতিষ্ঠান দাম কমানোর ঘোষণা দেয়ার পর ব্রয়লার মুরগির বাজারে প্রভাব পড়েছে। খুচরা বাজারে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা কমেছে ব্রয়লারের দাম। এতে ক্রেতা সাধারণের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে মাছ, মাংস, সবজির বাজারে অস্বস্তি কমছে না।

রমজানের অর্ধেক রোজা শেষ হলেও চাঁদপুরের বাজারে তেমন কোনো পণ্যের দাম কমেনি। রমজানের শুরুর দিকে যেমন দাম ছিল তেমনই আছে। এদিকে ব্রয়লার প্রতি কেজি ২০০ টাকা, সোনালী মুরগি ৩০০ টাকা, লেয়ার ৩২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। অন্যদিকে গরুর মাংস ৭৫০ টাকা থেকে ৭৮০ টাকা কেজি, খাসির মাংস হাজার টাকা থেকে ১ হাজার ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে গিয়ে দেখা গেছে, মাঝারি আকৃতির রুই মাছ প্রতি কেজি ২৮০ টাকা থেকে ৩০০-৩২০ টাকা বিক্রি হচ্ছে। অথচ ক’দিন আগেও ছিল ২৬০ টাকা। গুঁড়া চিংড়ির কেজি সাড়ে ৫০০ টাকা থেকে ৭০০ টাকা। কই মাছ প্রতি কেজি ৩০০ টাকা, যা আগে ছিল ২১০ টাকা। তেলাপিয়া প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা হতে ২২০ টাকা, যা আগে ছিল ১৮০ টাকা। গরিবের মাছ বলে পরিচিত পাঙ্গাশও বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা কেজি।

পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকা, আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকা, যা রোজার আগে ছিল ১০০ টাকা।

মুদি দোকানে গিয়ে দেখা যায়, চিনি বিক্রি হচ্ছে ১১৫ টাকা, সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮০ টাকা। ডিম ৪২ টাকা হালি, আখের গুড় ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজির দাম কমছে না কেন এমন প্রশ্নে সবজি ব্যবসায়ীরা বলেন, এখন তুলনামূলক সবজি কম উৎপাদন হচ্ছে। পাশাপাশি চাহিদা কমেনি। ফলে দামও কমছে না। রোজার মাস শেষ হলে হয়তো কমতে পারে। শুক্রবার (৭ এপ্রিল) চাঁদপুর শহরের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, রোজার আগে বাজারে সবজির দামের যে ঊর্ধ্বমুখী অবস্থান ছিলো, তা এখনো রয়ে গেছে। বাজারে ৫০-৬০ টাকার কমে সবজি পাওয়া কঠিন। শুধু পেঁপে, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি দরে।

রমজানে বাড়তি চাহিদা আছে এমন সরজির দাম আগের জায়গাতেই রয়ে গেছে। বাজারে লম্বা ও গোল বেগুনের কেজি ৭০ থেকে ৮০ টাকা, শসা প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ৩০ থেকে ৬০ টাকা, লেবুর হালি ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে চিচিঙ্গা, পটল, বরবটি, দুন্দল ও ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। কচুর লতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। কাঁচা মরিচের কেজি ৮০ থেকে ৯০ টাকা। গাজর ৬০ টাকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়