প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ০০:০০
![সেহরি নিয়ে আবারো দুঃস্থ ও সুবিধাবঞ্চিতদের পাশে রেদওয়ান খান বোরহান](/assets/news_photos/2023/04/06/image-31572.jpg)
চাঁদপুর শহরের বড় স্টেশন ও তার আশেপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুঃস্থ অসহায় মানুষের মাঝে মধ্যরাতে আবারো সেহরি বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
৪ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ভবঘুরে মানুষসহ সুবিধাবঞ্চিত ঘুমন্ত মানুষদের জাগিয়ে তাদের হাতে সেহরি তুলে দেন সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান। এর আগেও গত ২৬ মার্চ রোববার রাতে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে দুঃস্থ মানুষের মাঝে সেহরি বিতরণ করেন তিনি। এ সময় দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শুভাকাক্সক্ষী উপস্থিত ছিলেন।
সেহরী বিতরণ শেষে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন, আমরা ইতোমধ্যে লক্ষ্য করে দেখেছি, ইফতারের সময় সবাই কম-বেশি আয়োজন করে থাকেন। কিন্তু সেহরীতে অসহায় ও দুঃস্থ ব্যক্তিরা সেহরি খেয়ে রোজা রেখেছে কিনা তা অনেকেই জানতে চান না। সেই থেকেই আমাদের মনোভাব যে, আমরা যদি রোজাদার ব্যক্তিদের সেহরি খাইয়ে রোজা রাখার ব্যবস্থা করতে পারি তাহলে অসহায়রা প্রত্যেকেই রোজা রাখার সুযোগ পাবে। এতে সবাই সবার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।