সোমবার, ০৩ মার্চ, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০

ঝুঁকিপূর্ণ ‘অঙ্গীকার’ সংস্কার করছে চাঁদপুর পৌরসভা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর শহরে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’টি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আর এই ঝুঁকিপূর্ণ অঙ্গীকার সংস্কারের উদ্যোগ নিয়েছে চাঁদপুর পৌরসভা। শুধু উদ্যোগই নয়, সংস্কারের কাজও শুরু করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। অথচ গত বছরের (২০২২) ২৬ মার্চ তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এই অঙ্গীকার সংস্কারের ফলক লাগিয়েছেন। তখন সংস্কারের নামে এটিকে তুলির আঁচড়ে রং করা হয়েছে মাত্র। তখন রং করা হলেও এটি যে ভেতর দিয়ে খোলসা হয়ে আছে সেটাকে আর পরখ করে দেখা হয় নি। লেকের পানি অনেক নিচে নামায় অঙ্গীকারের এই দুর্দশার ভয়াবহ চিত্র ভেসে ওঠে।

চাঁদপুর শহরে মুক্তিযোদ্ধা সড়কস্থ লেকের উপর নির্মিত হয় মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার। এই অঙ্গীকার বেদীতে মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে শ্রদ্ধা জানানো হয়। এসব দিবসে সরকারি কর্মসূচি অঙ্গীকারকে ঘিরেই হয়। এসব দিবসে এখানেই সবাই জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সম্প্রতি রেল কর্তৃপক্ষ লেকের পাশে গাইডওয়াল নির্মাণ করার জন্য লেকের পানি সেচে পানি কমিয়ে ফেলে। পানি লেকের তলদেশে চলে আসার পর অঙ্গীকারের নিচের অংশের বাহ্যিক দুর্দশার কিছু চিত্র ফুটে ওঠে। এই চিত্র দেখে চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল অঙ্গীকারটি সংস্কারের উদ্যোগ নেন। গত দুদিন এটি সংস্কারের কাজ শুরু হয়। কাজ করতে গিয়ে দেখা যায় লেকের পাড় থেকে অঙ্গীকার বেদীতে হেঁটে যাওয়ার জন্যে মোজাইক এবং ঢালাইয়ের যে পথটুকু রয়েছে সে পথের নিচে অনেক অংশের পলেস্তরা খসে পড়ে রড বের হয়ে আছে। চিত্রটি খুবই ভয়াবহ। অবস্থা দেখে বুঝা গেলো এটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। মানুষের ভারে হয়তো এটি ধসেও পড়তে পারে। এছাড়া অঙ্গীকারটির পুরো অবকাঠামোটিতে যে ক’টি পিলার রয়েছে সেগুলোরও বেশ দুরবস্থা। এই চিত্র দেখে মেয়র পুরো অঙ্গীকার সংস্কারের নির্দেশনা দেন। সে মতে বর্তমানে কাজ চলছে।

মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, অঙ্গীকারটি চাঁদপুর শহরে মহান মুক্তিযুদ্ধ এবং বিজয়ের চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এটি যেমনি আমাদের গৌরবের চিহ্ন, তেমনি লেকের উপর এমন একটা ভাস্কর্য লেকের সৌন্দর্যকে অনেক বৃদ্ধি করেছে। এখানে মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ নানা জাতীয় দিবসে আমরা শ্রদ্ধার্ঘ অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করি, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। এমন একটা গুরুত্বপূর্ণ স্থাপনার এমন ভগ্নদশা অবস্থা হয়ে থাকতে পারে না। সেজন্যে আমরা চাঁদপুর পৌরসভা থেকে এটিকে পুরোপুরি সংস্কারের উদ্যোগ নেই। আমরা কাজও শুরু করে দিয়েছি। আশা করছি আসছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের পূর্বেই সংস্থার কাজ শেষ করতে পারবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়