সোমবার, ০৩ মার্চ, ২০২৫  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ২০:৩৮

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

কুরআনে যত কথা আছে সবই মানুষের জন্যে : মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী

কুরআনে যত কথা আছে সবই মানুষের জন্যে : মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী
অনলাইন ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষে এই প্রথম চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুটি গ্রুপে ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এক গ্রুপে ৫ জন করে দুই গ্রুপে ১০জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

শনিবার (১ মার্চ ২০২৫) সকাল ১০টায় প্রেসক্লাব ভবনের তৃতীয় তলার মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, কোরআন কেন এসেছে তা কোরআনের আয়াতে বর্ণনা করা হয়েছে। আল-কুরআন যারা অনুসরণ করবে, তাদের কোনো চিন্তাও নেই, ভয়ও নেই। আল-কুরআনে যত কথা আছে, সব মানুষের জন্যে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আজকে আমরা কোরআনকে শ্রদ্ধা করি, কিন্তু বোঝার এবং এর আলোকে জীবন গড়ার চেষ্টা করি না। আমরা যদি এই পৃথিবী ও দেশকে পরিবর্তন করতে চাই, তাহলে কুরআন পড়তে হবে, কুরআন বুঝতে হবে এবং কুরআনের আলোকে নিজের জীবনকে গড়তে হবে। তিনি কুরআনের পথে আসার জন্যে সকলকে আহ্বান জানান।

উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, মহাগ্রন্থ আল-কুরআন হচ্ছে আমাদের জন্যে সংবিধান। আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্যে কুরআনই হচ্ছে একমাত্র পথ। আর বাকি যা আছে তা শয়তানের মত ও পথ। আল্লাহর আইন ছাড়া মানুষের বানানো কোনো পদ্ধতিতে জীবন পরিচালনা করা সম্ভব নয় এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে সুখ- সমৃদ্ধি আসতে পারে না। যে কারণে আমাদেরকে কুরআন শিখতে হবে এবং অন্যকে কুরআন শিক্ষা দিতে হবে। তাহলেই আমাদের দুনিয়া ও আখেরাতে মুক্তি পাওয়া যাবে।

প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, সাধারণ সম্পাদক কাদের পলাশ, যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, জ্যেষ্ঠ সদস্য মুনির চৌধুরী ও প্রতিযোগিতার বিচারকদের মধ্যে চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নিজামুল হক।

সঞ্চালনায় ছিলেন দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবু। উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, আল-ইমরান শোভন, ইসলামি ব্যাংক পিএলসি চাঁদপুর শাখার প্রতিনিধি, জ্যেষ্ঠ অফিসার মোশারফ হোসেন, পৃষ্ঠপোষক আমান সিমেন্ট কোম্পানি চাঁদপুরের পরিবেশক ও চাঁদপুর প্রেসক্লাব নেতা শরীফ মো. আশ্রাফুল হকসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্যরা।

হিফজুল কুরআন প্রতিযোগিতার আহ্বায়ক ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন ও সদস্য সচিব ছিলেন প্রেসক্লাবের সদস্য মাওলানা আহম্মদ উল্লাহ।

প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৪ বছরের প্রতিযোগী হাফেজদের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ ও হাফেজ মো. মাসুদ আলম।

অনূর্ধ্ব-৩০ বছরের প্রতিযোগী হাফেজদের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মো. নিজামুল হক ও আল-আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনম ফখরুল ইসরাম মাসুম।

সকাল ৯টা থেকে প্রতিযোগীদের নিবন্ধন শুরু হয়। নিবন্ধন শেষে শুরু হয় প্রতিযোগিতা। দুপুরে প্রতিযোগিতা শেষে অনূর্ধ্ব-১৪ প্রতিযোগিতায় বিজয়ী ৫ জনের নাম ঘোষণা করেন হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ এবং অনূর্ধ্ব-৩০ বছর প্রতিযোগিতায় বিজয়ী ৫ জনের নাম ঘোষণা করেন হাফেজ মাওলানা মো. নিজামুল হক। প্রেস ক্লাবের ইফতার মহফিল অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়