প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ২১:০৭
চাঁদপুর শহরের বিভিন্ন বাজারে দিনব্যাপী মোবাইল কোর্ট

২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়
স্টাফ রিপোর্টার।। পবিত্র মাহে রমজান উপলক্ষে রোববার (২ মার্চ ২০২৫) চাঁদপুর শহর এলাকার বিভিন্ন বাজারে দিনব্যাপী মোবাইল কোর্ট ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্টে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদ ও উচ্চমূল্যের অপরাধে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের মোবাইল কোর্ট কার্যক্রম চলমান আছে ও থাকবে বলে জানানো হয়।