সোমবার, ০৩ মার্চ, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ০০:০০

সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব
প্রবীর চক্রবর্তী ॥

শিক্ষাবৃত্তি, চিকিৎসার খরচ, গৃহনির্মাণসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজের জন্য ফরিদগঞ্জে এমএ হান্নান জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৭ জন ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সমন্বয়ক শিল্পপতি এমএ হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক তুলে দেন। এ সময় তিনি বলেন, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। তাই যখন যেভাবে পারছি মানুষের সেবা করে যাচ্ছি। রাজনীতি করছি মানুষের সেবার জন্যে। বছরের পর বছর ধরে ফরিদগঞ্জের মানুষের জন্য কাজ করছি। কখনোই বিনিময়ের জন্যে নয়। নিজের অর্জিত অর্থ দিয়ে সমাজের অসহায় দরিদ্র মানুষজনকে কিছুটা সহযোগিতা করতে পারলে তৃপ্তি পাওয়া যায়। আমি রাজনীতি করছি যাতে, ফরিদগঞ্জে কোন প্রতারক ও ঠকের কাছে আমার বিএনপি জিম্মি হয়ে না যায়। আমি আদর্শের রাজনীতি করি। তবে দান অনুদানের ক্ষেত্রে অবশ্যই রাজনীতি দূরে থাকে। আজকের এই অনুদানের ক্ষেত্রেও আমি বলেছি যিনি অনুদান পাওয়ার যোগ্য তাকে যেন দেওয়া হয়।

রোববার (৫ মার্চ) সকালে ফরিদগঞ্জের মার্কেন্টাইল ব্যাংকের তৃতীয় তলায় ব্যাংকের ব্যবস্থাপক মুরাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, বিএনটি নেতা খসুর মোল্লা, ফরিদগঞ্জ কলেজের সাবেক জিএস নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ খালেক প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়