সোমবার, ০৩ মার্চ, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ০০:০০

প্রেস বিজ্ঞপ্তি ॥

চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের পিতা মোঃ লুৎফুর রহমান (৯৫) ও চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি বালিয়ার কৃতীসন্তান জিএম এ কাদের ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

তাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতী সন্তান সুজিত রায় নন্দী। তিনি এক শোক বার্তায় মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জেলা আওয়ামী লীগের শোক

চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এক শোক বিবৃতিতে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

হাজী মোঃ কাউছ মিয়ার শোক

চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের পিতা পুরাণবাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুরের কৃতী সন্তান বাংলাদেশের প্রবীণ ব্যবসায়ী, শীর্ষ করদাতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ কাউছ মিয়া। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

চাঁদপুর পৌর কর্মচারী সংসদ

চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের পিতা মোঃ লুৎফর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চাঁদপুর পৌর কর্মচারী সংসদ। সংগঠনের সভাপতি মফিজ উদ্দিন হাওলাদার চাঁদপুর পৌরসভা কর্মচারীর সংসদের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আল্লাহ পাক মরহুমকে জান্নাতবাসী করেন-আমিন।

চাঁদপুর রোটারী ক্লাবের শোক

চাঁদপুর রোটারী ক্লাবের সম্মানিত রোটারিয়ান ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল ও রোটাঃ মাহবুবুর রহমান সেলিমের পিতা মোঃ লুৎফর রহমানের প্রয়াণে চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ খোরশেদ আলম পাটোয়ারী ও সেক্রেটারি রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন।

রেদওয়ান খান বোরহানের শোক

চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষা মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়াও তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই শোক তার পরিবার যেন কাঠিয়ে উঠতে পারে ও ধৈর্য ধারণ করতে পারে সে জন্যে আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়