বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের আজ ৩৩তম অভিষেক
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ৩৩তম অভিষেক অনুষ্ঠান আজ সন্ধ্যায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) ও চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ মোঃ মাকসুদুর রহমান আমন্ত্রিত অতিথিবৃন্দকে অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন।

সচিবের সফর সূচি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল বেশ ক’টি অনুষ্ঠানে যোগ দিতে আজ ১৮ ডিসেম্বর চাঁদপুর সফরে আসছেন। আজ সকাল সাড়ে ৭টায় ঢাকাস্থ বাসভবন থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে পৌঁছবেন। সকাল সাড়ে ১০টায় চাঁদপুরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর জেলার মা ও শিশু সহায়তা কর্মসূচির অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউজে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর/সংস্থা ও চলমান প্রকল্প সমূহের কর্মকর্তাদের সাথে কার্যক্রম সম্পর্কে মতবিনিময়ে অংশ নেবেন। বিকেল ৪টায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার বঙ্গবন্ধু মঞ্চে বাংলাদেশ শিশু একাডেমি, চাঁদপুর জেলা শাখা’র আয়োজনে শিশুদের সাথে সোনালী বিকেল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সবশেষে বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ৩৩তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়