শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২, ০০:০০

মতলব উত্তরে আগুনে পুড়লো ৩টি বসতঘর ॥ আতঙ্কে বৃদ্ধার মৃত্যু
মাহবুব আলম লাভলু ও বাবুল মুফতি ॥

মতলব উত্তর উপজেলায় আগুনে পুড়ে গেছে ৩টি বসতঘর। ১৩ নভেম্বর রোববার সন্ধ্যা ৭টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৌমুহনী গ্রামের সরকার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। আর এই আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

গতকাল সন্ধ্যা ৭টায় দুর্গাপুর ইউনিয়নের চৌমুহনী গ্রামের সরকার বাড়িতে বিধানের ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পাশে বিধানের ভাই সুমন সরকার ও বোন আলো রাণীর ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। সুমন সরকারের ছেলে শ্রীকান্ত আগুন দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে কিছু লোক দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করে। পাশের বাড়ির মৃত কানাই শীলের স্ত্রী হরিদাসী (৯৫) ভয়ে দৌড়ে পালাবার সময় রাস্তা থেকে পানিতে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

বিধানের স্ত্রী কানন বালা বলেন, আমরা পাশের ঘরে বসে টিভি দেখছিলাম। এমন সময় সুমনের ছেলে শ্রীকান্ত আগুন বলে চিৎকার দেয়। বেরিয়ে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। মুহূর্তের মধ্যে ৩টি ঘরে আগুন লেগে যায়। আগুনের তাপে ঘরে প্রবেশ করা সম্ভব হয়নি। আগুনে পুড়ে আমার কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সুমন সরকার বলেন, আমার ঘরে থাকা ফ্রিজ, আলমিরা ও আসবাবপত্রসহ ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আলো রাণী বলেন, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ২ সন্তান নিয়ে বাবার বাড়ি আশ্রয় নিয়েছি। আগুন আমার সেই আশ্রয়টুকু কেড়ে নিয়েছে। আমি এখন নিঃস্ব। আমার ঘরসহ ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর শুনে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়