বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২, ০০:০০

বাকিলায় রাতে পুড়লো ৩টি ব্যবসা প্রতিষ্ঠান
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া মাদ্রাসা সংলগ্ন তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। হাজার হাজার এলাকাবাসী আগুন নিভানোর কাজে অংশ নেয়ায় বড় দুঘর্ঘটনা থেকে রক্ষা পায় পাশের কমপক্ষে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। এ সংবাদ লিখা পর্যন্ত থেমে থাকা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল স্থানীয়রা। ঘটনাটি ঘটে রোববার দিনগত রাত প্রায় পৌনে ১১টার দিকে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মানিক মোল্লা ও আকাশ জানান, হঠাৎ করে দুটি দোকানের মাঝ বরাবর আগুনের লেলিহান শিখা জ্বলে উঠে। এ সময় মাদ্রাসার মাইকে আগুন লাগার বিষয়টি ঘোষণা করা মাত্র আশেপাশের হাজার হাজার মানুষ বালতি-কলসী নিয়ে আগুন নেভানোর কাজে লেগে পড়ে। আগুন লাগার প্রায় ২০ মিনিটের মধ্যে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে ফারুক মোল্লার স্টেশনারী দোকান, শাহজালাল খানের হোটেলের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে খবর পেয়ে হাজীগঞ্জ দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছলে ততক্ষণে পুরো আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা।

হোটেল মালিক শাহজালাল জানান, যেভাবে আগুন ছড়িয়েছে, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তিনি আরো বলেন, আমাদের সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়