বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২, ০০:০০

ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন না করার ফলে দলের মধ্যে কোন্দলের সৃষ্টি হয়
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

মোঃ ফখরুল আলম পাটোয়ারী এফসিএ। তরুণ উদীয়মান রাজনৈতিক নেতা। ব্যবসা ক্ষেত্রে সফল ফখরুল আলম শাহরাস্তি উপজেলায়ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। দলের যে কোনো কর্মসূচিতে ব্যবসায়ী কাজ রেখে ছুটে আসেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছেন দলের জন্যে। কোনো পদণ্ডপদবির পিছু না ছুটে দলের একজন নিবেদিতপ্রাণ হিসেবেই থাকতে চান ফখরুল আলম। বর্তমানে শাহরাস্তি পৌর বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও পৌর বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদেও। উপজেলা যুবদলের সদস্য হিসেবে দলের সঙ্গে কাজ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। ছাত্র জীবনে সুয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয়ের রংধনু ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দৈনিক চাঁদপুর কণ্ঠের ‘রাজনৈতিক ভাবনা’য় তাঁর দেয়া বক্তব্য তুলে ধরা হলো।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে যে কোনো নির্বাচনে দলীয় মনোনয়ন কিসের নিরিখে হয়? এজন্যে কী কী করতে হয়?

মোঃ ফখরুল আলম পাটোয়ারী : রাজনৈতিক জীবনের অতীত পর্যালোচনা, মাঠ পর্যায়ে জনমত জরিপ ও সাংগঠনিক গ্রহণযোগ্যতা একজন প্রার্থীর মনোনয়ন পেতে সাহায্য করে।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : স্থানীয় পর্যায়ে নিজ দলে অভ্যন্তরীণ কোন্দল কী কী কারণে হয় বলে আপনার ধারণা? এ কোন্দল নিরসনে জেলা পর্যায় বা কেন্দ্রীয় পর্যায়ের নেতার সাংগঠনিক ব্যবস্থাগ্রহণের হুঙ্কার সাধারণত দ্রুত উচ্চারিত হয় না। এটার হেতু কী?

মোঃ ফখরুল আলম পাটোয়ারী : আমার ব্যক্তিগত মত হচ্ছে, রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যবসায়ী নেতাদের সংগঠনে উপস্থিতি ও দলীয় পদণ্ডপদবীর দাবি দাওয়া এবং দলীয় কর্মীদের ত্যাগ মূল্যায়ন না করার কারণে কোন্দলের সৃষ্টি হয়। কিন্তু কোনো কোনো কারণে সংগঠনে উভয়কেই প্রয়োজন। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ অতি দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : দলের তৃণমূলের বর্ধিত সভায় কিংবা সাধারণ বর্ধিত সভায় খোলামেলা অনেক কথা হয়। অনেক তিক্ত সত্য কথা উচ্চারিত হয়। এগুলো কি আদৌ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হয়?

মোঃ ফখরুল আলম পাটোয়ারী : আমি মনে করি, এ ধরনের আলোচনা ভালো। কারণ, যদি কোনো রাজনৈতিক নেতার পথচলায় ভুল থাকে, তাতে সতর্ক হওয়া যায়। তবে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে কোন্দল ও গ্রুপিংয়ের সৃষ্টি হয়।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : রাজনীতিতে আদর্শের চর্চা ও দলীয় গঠনতন্ত্র যথাযথভাবে মেনে চলার গুরুত্ব কতোটুকু? আপনি কি মনে করেন আপনার দলে উক্ত চর্চা ও মেনে চলার কাজটা যথাযথভাবে হচ্ছে?

মোঃ ফখরুল আলম পাটোয়ারী : রাজনীতিতে আদর্শের চর্চা ও দলীয় গঠনতন্ত্র যথাযথভাবে মেনে চলার গুরুত্ব অত্যধিক। দলীয় গঠনতন্ত্র একটি গণতান্ত্রিক পদ্ধতির চর্চা শেখায়, দলের শৃঙ্খলা উন্নয়ন করে। তবে রাজনৈতিক পরিবেশ ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক চর্চায় পরিবর্তন আসায় কখনো কখনো এর বাহিরেও পদক্ষেপ নিতে হয়। আমি মনে করি, আমার দল তার রাজনৈতিক পদক্ষেপ গঠনতন্ত্র মোতাবেকই পরিচালনা করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়