প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২, ০০:০০
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই আলোকে শাহরাস্তিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শাহরাস্তি থানার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শাহরাস্তি থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে মেহার কালীবাড়ি এলাকা প্রদক্ষিণ করে। র্যালি শেষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আঃ লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক অ্যাডঃ ইলিয়াস মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক দর্জি। সভায় অতিথিবৃন্দ মাদক, বাল্য বিয়ে, ইভটিজিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন বিষয়ে কমিউনিটি পুলিশের গুরুত্ব দিয়ে আলোচনা করেন।