বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ০০:০০

চাঁদপুর সফরে নবনিযুক্ত আইজিপি
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম এবং তাঁর সহধর্মিণী পুনাক সভানেত্রী তৈয়বা নুসরাত জাঁহা চৌধুরী চাঁদপুর জেলায় সফরে এসেছেন। ২৮ অক্টোবর শুক্রবার দুপুরে তাঁরা চাঁদপুর আগমন করেন।

এ সময় তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়ের নেতৃত্বে চাঁদপুর জেলার সুসজ্জিত পুলিশ দল আইজিপিকে গার্ড অব অনার প্রদান করেন।

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার) এবং অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএমদ্বয়কেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে আইজিপি মতলব উত্তর থানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উক্ত থানার পুলিশ সদস্যদের খোঁজ-খবর নেন। উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মানবিকতা, ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে অর্পিত দায়িত্ব পালন এবং জনকল্যাণমুখী কাজ করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন আইজিপি।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়