বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২, ০০:০০

হেযবুত তাওহীদ ও আহলে হাদীসরা ১৪০০ বছরের ইতিহাস বিকৃত করেছে
মোঃ আবদুর রহমান গাজী ॥

চাঁদপুর জেলা কওমী যুব সংগঠনের সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ অক্টোবর বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচতলায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বাসাবো মাদ্রাসাতুল হুদার পরিচালক ও ঢাকা এশিয়ান ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর মাওঃ আবদুর রাজ্জাক নদভী (বিষয় : সীরাত ও আমাদের জীবন)। অন্যান্যের মধ্যে সুন্নতের অনুসরণে সুন্নাহ সম্মত পদ্ধতি বিষয়ে বক্তব্য রাখেন ঢাকা ইন্সটিটিউট অব জার্নালিজম এন্ড দাওয়াহ পরিচালক মাওঃ শরীফ মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত দ্বীন প্রেক্ষিত উম্মাহের বিষয়ে বক্তব্য রাখেন ঢাকা যাত্রাবাড়ি জামেয়া মাহমুদিয়ার প্রধান মুফতি মাওলানা রেজাউল করীম আবরার।

চাঁদপুর জেলা কওমী যুব সংগঠনের সভাপতি মুহাম্মদ আবুল হাসানাতের সভাপতিত্বে এবং সংগঠনের প্রচার সম্পাদক মাওঃ সাইফুদ্দিন ও অর্থ সম্পাদক মুফতি নুরে আলমের যৌথ পরিচালনায় আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে বক্তব্য রাখেন জাফরাবাদ জামিয়া আরাবিয়্যাহ কাসিমুল উলুমের মুহতামিম মাওঃ খাজা আহমাদুল্লাহ, চাঁদপুর বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান, পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদের সাবেক খতিব মুফতি শাহাদাত হুসাইন কাসেমী, ঢাকা বাংলামটর জামে মসজিদের সাবেক খতিব মাওঃ মোহাম্মদ উল্লাহ খান প্রমুখ।

কনফারেন্সে উপস্থিত ছিলেন বড়স্টেশন রেলওয়ে মাদানী দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি সিরাজুল ইসলাম, চাঁদপুর ষোলঘর মাদ্রাসার মুহতামিম মাওঃ লিয়াকত হোসাইন, মহামায়া মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ মাওঃ ইদ্রিস, বিপণীবাগ মাদ্রাসতু আলী ইবন আবী তালীব (রাঃ)-এর মুহতামিম মাওঃ মোস্তফা আল-হাসান, মারকাজুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ মনিরুল ইসলাম, চাঁদপুর মমিনপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ রাশেদুল ইসলাম, জামিয়া কুরআনিয়া মুমিনবাড়ির মুহতামিম মাওঃ আশরাফ আলী, হাজীগঞ্জ আহমাদিয়া কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুর রউফ, আল-কারীম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ নুরুল আমিন যশোরী, দারুল কারার ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ লকিতুল্লাহ, পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদের খতিব মাওঃ ইব্রাহিম খলিল মাদানীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কনফারেন্সে বক্তারা বলেন, রাসূল (সাঃ)-এঁর সঠিক জীবনী সম্পর্কে আমাদের জানতে হবে। তাঁর দেখানো পথ অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। হেযবুত তাওহীদ, আহলে হাদীস, আহলে কোরআনসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ সংগঠন ফেৎনার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। হেযবুত তাওহীদ ও আহলে হাদীসরা ১৪০০ বছরের ইতিহাস বিকৃত করে ফেলেছে। বক্তারা আরো বলেন, নবীজীর সুন্নতের অনুসরণের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। যাদের চেহারায় নবীর সুন্নত নাই তারাই আবার আশেকে রাসুল দাবি করে। এদের থেকে সাবধান থাকতে হবে। যারা হক্কানী ওলামায়ে কেরাম তাদের পথ অনুসরণ করে আমাদের চলতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়