প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর সরকারি কলেজে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে শিক্ষক দিবস-২০২২ উদযাপন করা হয়। সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এবং পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ কলেজ ক্যাম্পাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মারকস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সোয়া ৯টায় বের হয় আনন্দ র্যালি। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে মাঠের পাশে বৃক্ষরোপণ করা হয়।
শিক্ষক দিবস-২০২২-এর প্রতিপাদ্য বিষয় হলো : ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’। সন্ধ্যা ৬টায় চাঁদপুর সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মারক স্তম্ভ চত্বরে সাংস্কৃতিক সন্ধ্যা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করে। চাঁদপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ পরিবার-পরিজন নিয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ পরিবার-পরিজন নিয়ে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিগণ সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন।