প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২, ০০:০০
মতলব বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের বাজার তদারকিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৪ ফার্মেসীসহ ৫ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ২৬ অক্টোবর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন কর্তৃক মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় আমেনা ফার্মেসীকে ৩০ হাজার, জয় ফার্মেসীকে ৫ হাজার, বকাউল ফার্মেসীকে ৫ হাজার, মেডিসিন পয়েন্টকে ১০ হাজার এবং শ্রীকৃষ্ণ ভা-ারকে ১০ হাজারসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বাজার তদারকি অভিযানে সার্বিক সহযোগিতা করে মতলব দক্ষিণ থানা পুলিশ।