বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২, ০০:০০

কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করবো
স্টাফ রিপোর্টার ॥

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যে আগামী ২৯ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সদর মডেল থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে চাঁদপুর সদর মডেল থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন। তিনি বলেন, বাংলাদেশের কমিউনিটি পুলিশিংয়ের মডেল চাঁদপুর কমিউনিটি পুলিশিং। বর্তমান আইজিপি স্যার হাজীগঞ্জ উপজেলায় সহকারী পুলিশ সুপার এবং চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কমিউনিটি পুলিশিংয়ের মূল ভিত্তি তৈরির সময় সাবেক আইজিপি শহিদুল হক স্যারের একান্ত সানিধ্যে ছিলেন। তিনি কমিউনিটি পুলিশিংয়ের বিষয়ে অনেক সচেতন। তাই আগামী ২৯ অক্টোবর শনিবার কমিউনিটি পুলিশিং ডে সফল করতে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। পর্যায়ক্রমে আমরা ওয়ার্ড ও উপজেলা ভিত্তিক মিটিং করে পূর্বের ন্যায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করবো।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদের সভাপ্রধানে ও কমিউনিটি পুলিশিং ইন্সপেক্টর (সিপিআই) মোঃ ওয়ালী উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, জেলা কমিটির সভাপতি ডাঃ এএসএম সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক সূফী খায়রুল আলম খোকন, পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সদর উপজেলা কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মাওঃ জামাল হোসেন, কোষাধ্যক্ষ খোরশেদ আলম কাঞ্চন, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসাইন, অঞ্চল-১-এর সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরু মিজি ও সাধারণ সম্পাদক শাহ মোঃ জাহাঙ্গীর, অঞ্চল-১২-এর সভাপতি মোহাম্মদ নূরু খান ও সাধারণ সম্পাদক মোঃ নূরুন্নবী জমাদার, অঞ্চল-৪-এর সভাপতি কাজী মোঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বাবুল, অঞ্চল-১৩-এর সভাপতি ডাঃ এএসএম মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ ফোরকান উদ্দিন খান, অঞ্চল-১০-এর সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আসলাম খান, অঞ্চল-৮-এর সভাপতি মোঃ ফরিদ আহমেদ, অঞ্চল-৭-এর সভাপতি শাহআলম মল্লিক ও সাধারণ সম্পাদক সেলিম রেজা, অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, বিষ্ণুপুর ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ সফিকুল ইসলাম ঢালী, কল্যাণপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক এমএম কামাল, আশিকাটি ইউনিয়ন কমিটির সভাপতি নাজিম উদ্দিন মোঃ জিলান, শাহমাহমুদপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, মৈশাদী ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদ জাহান তুষার, তরপুরচণ্ডী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম কবির গাজী, বালিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বহরদার, বাগাদী ইউনিয়ন কমিটির সভাপতি হাফেজ মোঃ হাসান খান, রাজরাজেশ্বর ইউনিয়ন কমিটির সভাপতি মাওঃ এইচএম হাবিবুল্লাহসহ বিভিন্ন অঞ্চল ও ইউনিয়নের সভাপতি, সাধারণসহ বিভিন্ন কর্মকর্তাগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়