প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চাঁদপুর শহরের মধ্য ইচলীর মোহাম্মদ আলী বেপারীর ছেলে আমিন বেপারী (২০)কে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, আমিন বেপারী গত ২২ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে একই বাড়ির বাসিন্দা ৫ বছরের শিশুকে চকলেট দিয়ে বাড়ির কাছাকাছি পাশর্^বর্তী বাগানে নিয়ে তার সাথে অনৈতিক কাজ করে। পরে শিশুটি কান্নাকাটি করে ঘটনাটি মাকে জানায়।
শিশুটির মা তাৎক্ষণিক বাড়ির লোকজনকে বিষয়টি অবহিত করেন এবং শিশুকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করান। এরপর শিশুর মা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। যার নং-১৯। তাং ২৫/১০/২০২২ খ্রিঃ।
এদিকে এ ঘটনার পর চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের নির্দেশে মডেল থানা পুলিশ ধর্ষক আমিন বেপারীকে আটক করে। খবর পেয়ে আমিন বেপারীর বড় বোন ফারজানা আক্তার (৩০) থানায় এসে পুলিশের সামনেই বাদীকে হুমকি-ধমকি দেয়।
এ সময় বিষয়টি বাদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদকে জানালে ওসির নির্দেশে মডেল থানা পুলিশ তাকে আটক করে রাখে। পরে রাতে মুচলেকায় তাকে ছেড়ে দেয়া হয়।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের এক চিকিৎসক উক্ত ধর্ষণের ঘটনার সত্যতার স্বীকার করেন।