বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২, ০০:০০

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ৩০ ঘণ্টা বিদ্যুৎ ও নেটওয়ার্কবিহীন বাবুরহাট
হাছান খান মিসু ॥

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সোমবার সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরদিন মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে বিদ্যুতের এ সমস্যা দেখা দেয়। দীর্ঘ ৩০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় জনজীবনে মারাত্মক ব্যাঘাত ঘটে।

টানা বিদ্যুৎ না থাকায় ইন্টারনেট সেবাসহ মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আতংকিত হয়ে পড়েন এলাকার জনসাধারণ। এছাড়া দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বাবুরহাট বাজারের বিদ্যুতের উপর নির্ভরশীল ব্যবসায়ীদের ফ্রিজে থাকা মালামাল নষ্ট হয়ে যায়। ফার্মেসি ব্যবসায়ীরাও তাদের ফ্রিজে থাকা দামি ঔষধ নিয়ে চিন্তিত রয়েছেন।

এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়িতে থাকা মানুষজনকে বিশুদ্ধ পানিসহ দৈনন্দিন ব্যবহার্য পানি সরবরাহের জন্যে এদিক-সেদিক ছুটতে দেখা যায়।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাবুরহাটে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মোবাইল নেটওয়ার্কসহ ইন্টারনেট সেবা বন্ধ থাকে। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মোবাইল নেটওয়ার্কসহ ইন্টারনেট সার্ভিস সেবা বন্ধ হয়ে যায়।

দীর্ঘ ৩০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বাবুরহাট এলাকায় ব্যাংকিং লেনদেনসহ মোবাইল ব্যাংকিং লেনদেনেও মারাত্মক ব্যাঘাত ঘটে।

এদিকে বাবুরহাট এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প উপায়ে এ সকল সেবা চালু না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন এ এলাকার জনসাধারণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়