প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২, ০০:০০
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে হাজীগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শীতের আগাম সবজি চাষের জমি, বৈদ্যুতিক সঞ্চালন লাইন, গাছপালা, টিনের ঘরসহ বিভিন্নস্থানে ব্যাপক ক্ষতি হয়েছে। সিত্রাং চলাকালে ঝড়ে বসতঘরের উপর গাছ পড়ে ২ জন আহত হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত পুরো উপজেলার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ক্ষয়ক্ষতির খবর এখনো আসছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান। এদিকে সোমবার রাতে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর ট্রেন মেঘনা ঝড়ের কবলে পড়ে প্রায় দেড় ঘণ্টা বাকিলায় আটকা পড়ে।
সরজমিন ও নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রে জানা যায়, হাজীগঞ্জে সোমবার দিনভর হালকা বৃষ্টি শেষে রাত ৮টার দিকে সিত্রাং আঘাত হানে। এ সময় বৃষ্টির সাথে বাতাস ছিলো প্রবল। প্রায় দেড় ঘণ্টা চলমান সিত্রাংয়ের আঘাতে ব্যাপক ক্ষতিসাধন হয় উপজেলার বিভিন্ন এলাকায়। বিশেষ করে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে গাছ পড়ে লাইনের ব্যাপক ক্ষতি হয়। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সূত্র নিশ্চিত করেছে। উপজেলার কৃষি জমির মাঠগুলোতে কৃষকের আগাম লাগানো শীতের ফসলি জমিতে পানি জমে ফসলের ক্ষতি হয়েছে ব্যাপক।
সোমবার বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন মেঘনা হাজীগঞ্জের বাকিলা এলাকায় এসে ঝড়ের কবলে পড়ে। এ সময় রেলপথের উপর বেশ কিছু গাছ পড়লে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ট্রেনের যাত্রী ও স্থানীয়দের সহায়তায় রেলপথ থেকে গাছ সরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাকিলা এলাকার কফি দোকানী ও ঘটনার সহায়তাকারী আক্তার হোসেন জানান, আমরা রেলপথ থেকে গাছ সরিয়ে দিলে ট্রেন বাকিলা এলাকা থেকে রাত প্রায় সাড়ে ১১টায় চাঁদপুরের দিকে ছেড়ে যায়।
উপজেলার বাকিলা ইউনিয়নের সন্না মালি বাড়িতে বসতঘরের উপর গাছ পড়ে মা ঝর্ণা রাণী ও মেয়ে পুতুল রাণী মারাত্মক আহত হন। ঝড়ের মধ্যেই স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে। ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় সবুজ বনায়নসহ বহু গাছের ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত চারদিক থেকে ক্ষয়ক্ষতির খবর আসতে থাকায় এখনো ক্ষতির সঠিক হিসেব মেলানো সম্ভব হচ্ছে না। অপর এক প্রশ্নে এই কর্মকর্তা জানান, বৈদ্যুতিক লাইনে কাজ চলছে, কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।