বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২, ০০:০০

কচুয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বিপাকে নিম্নআয়ের মানুষ ॥ ফসলি জমিতে ক্ষতির আশঙ্কা
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্নআয়ের সাধারণ মানুষ। এর আঘাতে ফসলি জমিতে অনেক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। রোববার রাত থেকে শুরু হওয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বৃষ্টিতে বের হতে পারছে না সাধারণ মানুষ। সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় চালক, ব্যবসায়ী ও নিম্নআয়ের মানুষ পড়েছে দুর্ভোগে। তারা কর্মবিমুখ হয়ে পড়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ও আমন ধানের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। বাতাসের গতি বেশি হওয়ায় জমির ধানগুলো নুয়ে পড়েছে।

দিনমজুর আমিন মিয়া, বিল্লাল হোসেন, লিটন হাওলাদার, গাজী ফারুকসহ একাধিক লোকজন জানান, গত রাত থেকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে এখন পর্যন্ত কাজে যেতে পারছি না। এতে করে তারা অলস সময় পার করছে। বৃষ্টি কমলে হয়তো কাজ যেতে পারবেন বলে জানান তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়