বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২, ০০:০০

রোটারীর পোলিও অ্যাওয়ার্ড পাচ্ছেন রোটাঃ মাহবুবুর রহমান সুমন
স্টাফ রিপোর্টার ॥

রোটারী পোলিও অ্যাওয়ার্ড পাচ্ছেন চাঁদপুর রোটারী ক্লাবের জয়েন্ট সেক্রেটারী ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটাঃ মাহবুবুর রহমান সুমন। গতকাল সোমবার (২৪ অক্টোবর) ‘ওয়ার্ল্ড পোলিও ডে’ উপলক্ষে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর উদ্যোগে চট্টগ্রামস্থ দি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন থেকে র‌্যালির পর এ ঘোষণা করা হয়। র‌্যালিতে রোটারী গভর্নর রোটাঃ রুহেলা খান চৌধুরী, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নরবৃন্দ ও ডিস্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল রোটাঃ মোহাম্মদ শাহজাহান, সিনিয়র রোটারিয়ানসহ বিভিন্ন ক্লাবের সহ¯্রাধিক রোটারিয়ান অংশ নেন।

দি রোটারী ফাউন্ডেশনের এমপিএইচএফ, এমসি পদকধারী রোটাঃ মাহবুবুর রহমান সুমন চলতি রোটারী বর্ষে বিশ্ব পোলিও ফান্ডে ১শ’ ডলার অনুদান প্রদান করেন। সে হিসেবে ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড ফেস্টিভেলে তাকে ওই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

উল্লেখ্য, ৩০ বছরেরও বেশি সময় ধরে রোটারী বিশ্বব্যাপী পোলিও নির্মূল করার প্রচেষ্টাকে চালিয়ে যাচ্ছে। এছাড়া বিশ্বব্যাপী পোলিও নির্মূলের পদক্ষেপ হিসেবে রোটারী অ্যাডভোকেসি, তহবিল সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সচেতনতা তৈরিতে কাজ করছে। রোটারীর সদস্যরা ১২২টি দেশের প্রায় ৩ বিলিয়ন শিশুকে এই পক্ষাঘাতজনিত রোগ থেকে রক্ষা করতে ২.২ বিলিয়ন ডলারের বেশি ব্যয় এবং অগণিত স্বেচ্ছাসেবক ভূমিকা রেখেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়